ইউসুফ হোসেন নীরব,
দৈনিক ভোলাটাইমস্ ::আইন প্রয়োগকারী ব্যক্তি যদি আইন অমান্য করে আইনকে হাতে তুলে নেয়, তাহলে সাধারণ মানুষ কার কাছে গিয়ে আইনের পরামর্শ চাইবে।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ ৪নং ওয়ার্ডের
মৌলভী বাড়িত এ ঘটনায় ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়,
ঢাকায় কর্মরত এসআই আলমগীর ছুটি কাটাতে বাড়িতে আসে। রবিবার ৮ডিসেম্বর সকালে কাঠকাটা কাঠুরিয়া এনে আইনের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঠুরিয়াদের সঙ্গে
এসআই আলমগীর নিজেই রাস্তার পাশে থাকা সরকারি গাছ কেটেছেন।
সরকারি গাছ কাটার সংবাদটি সংবাদ কর্মীর কাছে পৌঁছলে তাৎক্ষণিক সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে এসআই আলমগীর ওই সংবাদ কর্মীদের ম্যানেজার জন্য চায়ের নিমন্ত্রণে নিজের বাসায় নিয়ে যান এবং সংবাদটি মিডিয়ায় প্রকাশ না করার জন্য সংবাদকর্মীকে (সম্মানী) টাকা অফার করেন।
এসআই আলমগীরের
(সম্মানি) টাকার অফারটি ফিরিয়ে দেন এবং সরকারি গাছ কাটার বিষয়টি ভোলা সদরের বন বিভাগেকে অবহিত করেন।
ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নির্দেশে
বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান এবং কাটা গাছগুলো জব্দ করেন।
এ বিষয়ে ভোলা বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন কাটা গাছ গুলো জব্দ করা হয়েছে এবং এসআই আলমগীরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।