Bhola Times
ঢাকাTuesday , 10 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

newsroom
December 10, 2024 6:45 pm
Link Copied!

 

জামাল খান ভোলা টাইমস্,

দৌলতখানে দীর্ঘদিন পরে গজনবী স্টেডিয়ামে বিএনপির নেতা কর্মীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
এই খেলা দেখতে হাজার মানুষের ঢল নেমেছ মাঠে।

এসময় ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সোলতানা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে দৌলতখান গজনবী স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মন্নান মিয়া,ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার,সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন,ভবানীপুর ইউনিয়নের সভাপতি মো. স্বপন, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন,যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।