Bhola Times
ঢাকাWednesday , 11 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলার ইলিশায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিলো সাজেদা ফাউন্ডেশ

newsroom
December 11, 2024 2:15 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা চারদিকে নদী বেস্টিত একটি দ্বীপ জেলা হওয়ায় এই জনপদের মানুষ প্রতিনিয়ত বন্যা, ঘূর্ণিঝড়,জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকে। সেই ধারাবাহিকতায় সদ্যবিগত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ হয় ভোলা জেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বহু মানুষ। আর সেই বাস্তবতায় ঘূণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জীবনমান ঠিক রাখার লক্ষে বুধবার(১১ ডিসেম্বর’২৪) ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের ২৪৫ টি ও পূর্ব ইলিশা ইউনিয়নের ১৯৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বা কিটস বিতরণ করলো সাজেদা ফাউন্ডেশন। পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা হাইস্কুল মাঠ এবং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ চত্বরের বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভোলা জেলার প্রকল্প ব্যবস্খাপক নাসরিন নাহার, সাজেদা ফাউন্ডেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের কো-অর্ডিনেটর মোঃ আশ্রাফুজ্জামান, ভোলা শাখার প্রকল্প ব্যবস্থাপক মোঃ বিপ্লব হোসেন ও কো-অর্ডিনেটর রাফিউর রহমান বসনিয়া রাসেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও সাজেদা ফাউন্ডেশনের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদত্ব সামগ্রীর মধ্যে রয়েছে কাপড় কাঁচা সাবান,গায়ে দেয়া সাবান,ডিটারজেন্ট পাউডার, বাচ্চাদের স্যানিটারী প্যাড, মেয়েদের স্যানিটারী ন্যাপকিন, মহিলাদের প্যান্টি,পুরুষের জাঙ্গিয়া, রেজার,ওরস্যালাইন, টর্চলাইট, বড়দের জুতা,বাচ্চাদের জুতা, এন্টিসেপ্টিক লিকুইড, টুথ পেস্ট, বড়দের টুথ ব্রাশ,ছোটদের টুথব্রাশ,বাশি, জুট ব্যাগ,তেরপাল,সিলভারের হাড়িপাতিল,পানি রাখার কন্টিনার, ঢাকনাযুক্ত প্লাস্টিক বালতি,মশারি ও স্কুলব্যাগ সহ একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় প্রায় ৪৫ ধরনের সামগ্রী। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন এর উদ্যোগে গভর্মেন্ট অব দ্যা হংকং স্পেশ্যাল এডমিনিস্ট্রেটিভ রিজিওন এর অর্থায়নে সাইক্লোন রেমাল রেসপন্স এর আওতায় ভোলা সদর উপজেলায় মোট ১৫৭৫ টি পরিবারকে হাইজিন কিটস, এডুকেশন কিটস এবং শেলটার ও হাউজহোল্ড কিটস বিতরণের কাজ চলছে বলে জানায় সংস্থা দুটি। উল্লেখ্য সাইক্লোন রেমালে সম্পূর্ন ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মধ্যে এই কিটসসমূহ বিতরণ করা হচ্ছে বলে জানায় সংস্থাদ্বয়। এ সময় সুবিধাভোগি পরিবারগুলোর মুখে ঈদের খুশির মতো আনন্দ লক্ষ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।