স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::নদী বেস্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ হলো মৎস্য সম্পদ হলেও সেই সম্পদ আহরণে প্রতিনিয়ত চলা অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার(৯ ডিসেম্বর’২৪) ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী জেলা মৎস্য কার্যালয়ের সহকারী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ অভিযান সম্পর্কে বলেন, “ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জানাব বিশ্বজিৎ কুমার দেব স্যারের দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধিন মেঘনা নদীর বিভিন্ন চরে অভিযান পরিচালনা করি। দুপুর ২. টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত চলা অভিযানে ৫ লক্ষ টাকা মূল্যের ২০ টি বেহুন্দি জাল জব্দ করে সাধারন জনতার সামনে এনে পুড়িয়ে ধ্বংস করে ফেলেছি। প্রায় ৬ ঘন্টা যাবত চলা অভিযানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের মেরিন অফিসার ও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন,চরফ্যাশনের একটি টিম ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ”।