স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ভোলা এর সার্বিক তত্ত্বাবধানে দৌলতখান থানাধীন চরপাতা ৫নং ওয়ার্ডস্থ ছখিনা বেগম এর বসত ঘর হইতে ০৩ কিডন্যাপার আটকসহ ভিকটিমকে উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশের একটি টিম। পুলিশ সূত্র জানায় সোমবার(৯ ডিসেম্বর’২৪) রাত ০৯.০৫ ঘটিকার সময় ভোলা জেলার দৌলতখান থানার এসআই (নিঃ)/মোঃ জসিম উদ্দিন হাওলাদার সংগীয় ফোর্সসহ একটি উদ্ধার অভিযান পরিচালনা করে দৌলতখান থানা পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত অভিযানে অভিযুক্ত কিডন্যাপার ১। মোঃ রাফসান (২৮), পিতা-মোঃ আরজু সিকদার, সাং-কলাকোপা, ২নং ওয়ার্ড, ২। মোঃ মিরাজ (২৮), পিতা-মোঃ ফিরোজ বেপারী, সাং-চর খলিফা, ৪নং ওয়ার্ড, ৩। মোঃ রাজু (২৫), পিতা-মৃত আবদুর বাকের, সাং-পৌরসভা, ৮নং ওয়ার্ড, সর্ব থানা-দৌলতখান, জেলা-ভোলাদের গ্রেফতার এবং তাহাদের হেফাজত হইতে ভিকটিম মোঃ আকতার (২৭)কে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ টিম। আসামীদের বিরুদ্ধে দৌলতখান থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১২/২০২৪খ্রিঃ, জিআর-২২৮/২৪, ধারা-৩৬৫/৩৮৫/৩৮৭ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন হাওলাদার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া মামলার মূল রহশ্য উদঘাটনের লক্ষে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৭(সাত) দিনের রিমান্ড আবেদন করেন।