এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::”২০২৮ সালের মধ্যে ভোলায় আরও ১৯ টি গ্যাসকূপ খনন করার পরিকল্পনা আছে বর্তমান সরকারের। আমাদের দেশে গ্যাসের এতটাই সংকট চলছে যে, যেখানে ৪ হজার এমসি গ্যাসের প্রয়োজন সেখানে আমরা পাচ্ছি মাত্র ২ গাজার এমসি গ্যাস”। শুক্রবার(১ নভেম্বর’২৪) ভোলায় সফরে এসে কথাগুলো বলছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দেশে প্রচুর পরিমানে গ্যাসের সংকট বিধায় প্রতিবছর বিপুল পরিমান বৈদেশিক অর্থ ব্যয় করে গ্যাস আমদানী করতে হয়। তাই গ্যাস সংকট দূর করতে ভোলায় ২০২৫ সালের মধ্যে ৫ টি এবং ২০২৮ সালের মধ্যে আরো ১৪ টি গ্যাসকূপ খনন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে”। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই মূহুর্তে কোন আবাসিক সংযোগ দেয়া হবেনা। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে”। ফাওজুল বলেন, আমরা রাজনীতি করিনা। তাই মিথ্যা আশ্বাসও দিবোনা। বরং আমার ভোলা সফরের উদ্দেশ্য হলো ভোলায় যে গ্যাস পাওয়া গেছে তার সঠিক ব্যবহার করার পরিকল্পনা করা এবং এখানে কিভাবে আরো গ্যাস পাওয়া যায় তা যাচাই করা”। এ সময় তিনি ভোলায় বিদ্যুৎ সমস্যার সমাধান করা ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা তৈরির আশ্বাস প্রদান করেন। একদিনের সফরে এসে জ্বালানী উপদেষ্টা বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ভোলা সদরের নর্থ-১ ও ২ নংগ্যাস ক্ষেত্র ২২০ ও ২২৫ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। দিন ব্যাপী সফরে উপদেষ্টার সাথে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সচিব এস এম মঈন আহমেদ,প্যাট্রোবাংলার চেয়ারম্যান, ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান,পুলিশ সুপার মোঃ শরীফুল হক ও ভোলা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।