Bhola Times
ঢাকাMonday , 18 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ৮০০ কেজি জাটকা ও ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ

newsroom
November 18, 2024 6:35 pm
Link Copied!

মোঃ হাসনাইন আহামেদ,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২০,৮০০ কেজি জাটকা (৫২০ মণ) এবং ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় চালানো এ অভিযানে ৩টি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এসময় ট্রাকসহ ছয়জন জাটকা বহনকারীকে আটক করা হয়।

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। শাপলাপাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, মাছের প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।