মোহাম্মদ ইলিয়াস,
দৈনিক ভোলাটাইমস্ :: গত ৫ই আগস্ট এর পর বাংলাদেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলার অবনতি হলেও স্বাভাবিক কার্যক্রম এর চেয়ে গতিশীল এবং চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে ভোলা জেলা পুলিশের মধ্যে, ভোলা জেলার সাধারণ মানুষ এবং সুশীল সমাজের লোকজন মনে করেন বর্তমান রেঞ্জ ডিআইজি জনাব মঞ্জুর মোর্শেদ এবং পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এর গতিশীল এবং সততা নেতৃত্বের কারণে ভোলা জেলার পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তার ই ধারাবাহিকতায় আজ দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্তে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়, কমিউনিটি সভার পূর্বেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের লোকজনদের আমন্ত্রণ জানান অফিসার ইনচার্জ, তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্য, জলদস্য, ইভটিজিং কারীদের ঠাই দক্ষিণ আইচা থানায় হবে না, তিনি বলেন আমি সহ থানার পুলিশ নিজেরা কোন অন্যায় করব না, এবং কাউকে অন্যায় করতে সহায়তা করব না, সবাই উপস্থিত সকলে ওসির এই বক্তব্যের পরে করতালির মাধ্যমে সাধুবাদ জানান।
ওসি তার বক্তব্য আরো বলেন গত ১২-১১-২৪তারিখ ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আপনাদের এলাকায় আসলে আপনাদের ভদ্রতা, নম্রতা এবং আইনের প্রতি সহনশীলতার কারণে অত্র অঞ্চলের লোকজনদের মিষ্টিমুখ করানোর জন্য আমার কাছে টাকা পাঠিয়েছেন তাই আমি ঘুরে ঘুরে নিজ হাতে আপনাদের মিষ্টি খাওয়াবো। এ সময় সবার স্থল আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকলে বলে ওঠেন এরকম পুলিশ সারা বাংলায় চাই। উক্ত সভায় উপস্থিত ছিলেন আশীষ কুমার, বিএনপি নেতা হাকিম চৌকিদার, জাহাঙ্গীর হাওলাদার, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি সাইফুল ইসলাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ এসআই সবুজ। সভা শেষে ওসি এরশাদুল হক ভূঁইয়া বাজারে ঘুরে ঘুরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।