এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে শসস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দিয়ে সারাদেশে আরো সক্রিয় করে রেখেছে। তারই অংশ হিসেবে ভোলা সদর উপজেলাধীন ১৩ নং দক্ষিন দিঘলদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধি অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম । বিষয়টি সম্পর্কে মঙ্গলবার(৩ ডিসেম্বর’২৪) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড অফিসার ক্যাপ্টেন রিফাত আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ভোলা জোন। মঙ্গলবার(৩ডিসেম্বর’২৪)রাত ২.০০ টা থেকে ভোর ৫.০০ টা পর্যন্ত চলা অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি দেশীয় রামদা, ১টি চাইনিজ ছুরি ও ৬ টি স্টিলের পাইপ সহ দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হান জামিল শুভ(২৬) কে আটক করতে আমরা সক্ষম হই। তিনি আরো বলেন, ধৃত সন্ত্রাসী রায়হান এর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় সাধারন মাসুষের ওপর অত্যাচার,জুলুম, চাঁদাবাজী,জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। এখন ধৃত সন্ত্রাসী জামিলকে জব্দকৃত মালামাল সহ ভেলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ভোলা জেলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”। কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।