এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::পন্যের গুণগতমান নিশ্চিতকরণে বিএসটিআই’র স্মার্ট মনিটরিং এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো এক কর্মশালা। রবিবার(১ ডিসেম্বর’২৪) সকাল ১১ টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে সচেতনতা বৃদ্ধিমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএসটিআই এর মহাপরিচালক(গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মহাপরিচালক বলেন, “ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহারে আমারা সচেতনতা বৃদ্ধি করতে পারলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারবো এবং অদুর ভবিষ্যতে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের চাহিদাও বৃদ্ধি পাবে। ডিজি আলম কর্মশালায় উপস্থিত ভোলার ভোজ্যতেল ব্যাবসায়ী ও বিভিন্ন স্টেক হাল্ডারদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বিএসটিআই এর গুণগতমান নিশ্চিতকরণে স্মার্ট মনিটরিং কার্যক্রমকে সহযোগিতা করলে শুধু ভোলার মানুষ নয় বরং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে”। অন্যদিকে সভাপতির বক্তব্যে ডিসি বলেন, “ভোলার সকল ভোজ্যতেল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলে সচেতন হলেই ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে ভোলার মানুষ আরো সচেতন হবে। তাই ভোলার তেল ব্যাবসায়ীগণ বিএসটিআই’র মান ঠিক রেখে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি করলেই সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে”। বিএসটিআই এবং বেসরকারি সংস্থা গেইন বাংলাদেশ এর যৌথ আয়োজিত কর্মশালার শুরুতে বিএসটিআই এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন বিএসটিআই’র উপপরিচালক এস এম আবু সাঈদ। বিএসটিআই’র পরিচালক(সিএম) মোঃ নুরুল আমিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলার পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম ও কৃষিসম্প্রসারন অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাসান ওয়ারেসুল কবির। ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে ভোলার বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ স্বস্ব মতামত প্রদান করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন, এনডিসি সামছুজ্জামান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঞা, ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা তুজ জহুরা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালে উদ্দিন, বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন ও ভোলায় কর্মরত বিএসটিআই,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপনন অধিদপ্তর ও বেসরকারি সংস্থা গেইন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।