Bhola Times
ঢাকাThursday , 18 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উল্টো রথ টানার মাধ্যমে ভোলায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বিদের বর্নাঢ্য রথযাত্রা উৎসব

newsroom
July 18, 2024 12:03 am
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,
সারা দেশে একযোগে(৭ জুলাই’২৪ রবিবার) সুরু হয়েছিলো সনাতন(হিন্দু) ধর্মাবলম্বিদের রথযাত্রা উৎসব। ৯ দিন ব্যাপী বর্নাঢ্য আয়োজন শেষে সোমবার(১৫ জুলাই’২৪) উল্টো রথের মাধ্যমে শেষ হলো রথযাত্রা উৎসব। সনাতন ধর্মাবলম্বিদের মতে শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবতা মাসি বাড়ি বেড়াতে যায় এবং এক সপ্তাহ বেড়ানোর পর নিজ গৃহে ফিরে যান। আর সেই উৎসবের নামই হলো রথযাত্রা উৎসব। বড় রথে চড়িয়ে হিন্দু নরনারী ভক্তরা দড়ি দিয়ে রথ টেনে পুরো ভোলা শহর প্রদক্ষিণ শেষে গন্তব্য স্থানে নিয়ে যান। এ সময় হাজার হাজার সনাতনী নরনারী কৃষ্ণ নাম ও উলুধ্বনী করতে থাকে এবং দেবতার উদ্দেশ্যে বিভিন্ন ফল রথে প্রদান করে। অন্যদিকে রথের ওপরে থাকা পুরোহিৎগণ ভক্তদের উদ্দেশ্যে জগন্নাৎ দেবের প্রসাদ স্বরুপ বিভিন্ন ফল ফলাদি বিতরণ করেন। ভোলা শহরের ইসকন মন্দির, মদনমোহন মন্দির ও লক্ষী নারায়ন মন্দির থেকে ৩ টি রথ বাজনা ও উলুধ্বনীর সাথে সাথে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।