এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::”এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যানসার রুখে দিন” এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলায় শুরু হলো নারীদের জরায়ু ক্যানসার প্রতিরোধক এইচপিভি টিকাদান কর্মসুচি। বৃহস্পতিবার(২৪ অক্টোবর’২৪) সারাদেশের সাথে একযোগে শুরু হওয়া টিকা ক্যাম্পেইন-২০২৪ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত টিকাদান কর্মসুচির উদ্বোধনকালে উপস্থিত ছাত্রীদের উদ্দ্যেশ্যে জেলা প্রশাসক বলেন, “অন্যান্য টিকার মতো এটি একটি টিকা হলেও তোমাদের জীবনের জন্য এইচপিভি টিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কেননা তোমরাই একদিন মা হবে এবং তোমাদের কাছ থেকেই দেশ পাবে উন্নত জাতি। তাই তোমারা সকলেই এই টিকা গ্রহণ করবে এবং বাকীদেরকে টিকা নিতে সহায়তা করবে”। ডিসি আজাদ তার বক্তব্যের শুরুতে উপস্থিত মেয়েদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য অনেক উৎসাহ ও প্রেরনামুলক পরামর্শ প্রদান করেন। ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে এইচপিভি টিকার গুরত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মোঃ শরীফুল হক। ১৮ দিন ব্যাপী চলা টিকাদান কর্মসুচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম, স্কুলটির প্রধান শিক্ষক এ কে এম ছালেহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মনির হোসান, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খালেদ, জেলা শিক্ষা অফিসের অফিসার মোঃ নুরে আলম ছিদ্দিকী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ খৈয়াম ফারুকী, ডাঃ শাকিল, বেসরকারি সংস্থা সুশীলন এর ফিল্ড অফিসার মোঃ পলাশ, ইউনিসেফ এর কর্মকর্তা, ভোলা পৌরসভার ইপিআই টিকাদান কর্মসুচির কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ সরকারি বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই টিকাদান কর্মসূচিতে ভোলা জেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ১ লক্ষ ২১ হাজার ৮ শ ২০ জন মেয়েকে এইচপিভি টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করেছে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ।