ভোলা প্রতিনিধি ,
কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে কটুক্তি বীর মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার বিরুদ্ধে ও দেশে অচল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টায় নতুন বাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন। মিছিলটি ভোলা প্রেসক্লাবে সামনে এসে জড়ো হয়। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে। পরে জেলা পরিষদ মিলনায়তনে শান্তুি সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর কাদের মজনু মোল্লা, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার অহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, ভোলা জেল রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডেের হাসিব রহমান, আদিল হোসেন তপু, আরিফুল ইসলাম সোহাগ, ইশতিয়িকা রাপ্পী,তানজিল,সোহেল সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা, কোটা সংস্কারের নামে দেশে অরাজকতা নৈরাজ্যৈর প্রতিবাদ জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত এই সমাবেশে বক্তারা আরো বলেন, তথাকথিত কোটা আন্দোলনের নামে একটি দেশ বিরোধী গোষ্ঠী মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের অবমাননা করছেন। সেই সঙ্গে জাতীয় পতাকাকে অসম্মান করছেন তারা। তাদের এই অপতৎপরতা শীঘ্রই বন্ধ করতে হবে। না হলে মুক্তিযোদ্ধা পরিবার ঘরে বসে থাকবে না বলে জানান।পরে জেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।