এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা জেলার পরিবেশ ঠিক রাখার লক্ষে পরিবেশ বিরোধি সকল প্রকার কর্মকান্ড ও অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ভোলা শহরে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালায় ভোলা জেলা প্রশাসন। বৃহস্পতিবার(২১ নভেম্বর’২৪) ভোর ৬ চা থেকে পরিচালিত অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, “বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা প্রশাসন,কোস্টগার্ড দক্ষিন জোন ও পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা সদর উপজেলার কালিনাথ রায়ের বাজারস্থ হোমিও কলেজের সামনে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে আগত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা:) লিঃ নামক একটি পরিবহনে অভিযান পরিচালনা করি। এ সময় সুন্দরবন পরিবহনে পাওয়া বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ব্যাগের সন্ধান পাই এবং আমাদের উদ্যোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসন। প্রায় ৩ ঘন্টা যাবৎ চলা মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঞা। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহন করার অপরাধে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার রিপন কুমার বিশ্বাস(৫২) কে নগদ ১ লক্ষ টাকার অর্থদন্ড ও পলিথিন আমদানী কারক ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলাধিন কাচিয়া ইউনিয়নের অসাধু ব্যবসায়ী ও মেসার্স বনফুল বেকারীর মালিক মোঃ ইব্রাহীম কে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সুন্দরবন কুরিয়ারের পরিবহনে থাকা আনুমানিক ১ হাজার ৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন আদালত। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে”। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ডের একটি টিম।