Bhola Times
ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সদর উপজেলায় ১২৭ টি আশ্রয়কেন্দ্র নিয়ে প্রস্তুত ১৭৪০ জন সিপিপি স্বেচ্ছাসেবক

newsroom
October 23, 2024 5:40 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা হওয়ায় এই জনপদের মানুষ ঘূর্ণিঝড়,জলোচ্ছাস,বন্যা সহ বহু প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির সম্মুখিন হয়েই বাঁচতে হয়। সেই বাস্তবতায় গত কয়েকদিন পূর্বে বঙ্গোপসাগরে উদ্ভুদ্ধ গভীর নিন্মচাপ ‘ডানা’ ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলেই ভোলা সদর উপজেলা প্রশাসন আয়োজন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমটির একটি প্রস্তুতিমুলক সভা। বুধবার(২৩ অক্টোবর’২৪) ভোলা সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। সভায় প্রথমে নির্বাহী অফিসার সজল ঘূর্ণিঝড় ডানার বর্তমান অবস্থা- অবস্থান ও সরকারি নির্দেশনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং ভোলা সদর উপজেলায় কর্মরত সকল সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রস্তুতি ও করনীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে সজল চন্দ্র শীল বলেন, সদর উপজেলায় ১২৭ টি আশ্রয় কেন্দ্র, ২ টি মাটির কিল্লা(মুজিব কিল্লা) ও ৮০ জন রেডক্রিসেন্ট সদস্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, “সিপিপি,রেডক্রিসেন্ট,আনসার ভিডিপি, ফায়ার ব্রিগেড বাহিনী, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, রেব ও বিভিন্ন এনজিও সহ সংশ্লিষ্ট সকলে প্রস্তুত থাকবেন। যেন ভোলা সদর উপজেলায় ঘূর্ণিঝড় ডানা আঘাত হানলে এখানের মানুষ ও প্রাণীসম্পদকে যথাসময়ে রক্ষা করতে পারি”। ইউএনও সজল সদর উপজেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত শুকনো খাবার,মোম বাতি ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখা হয়েছে বলে সভায় ব্যক্ত করেন। ঘূর্ণিঝড় ডানা আঘাত হানার সময় ও এর পরবর্তী সময়ে ভোলা সদর উপজেলার উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ ও প্রাণীসম্পদ রক্ষা করার লক্ষে স্ব স্ব দপ্তরের পূর্ব প্রস্তুতিমুলক পদক্ষের কথা সভায় ব্যক্ত করেন সদর মডেল থানার নবনিযুক্ত ওসি মোঃ হাসনাইন পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনির হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ শাহিন মাহামুদ,কৃষি অফিসার মোঃ কামরুল হাসান, প্রকল্প অফিসার মোঃ সোহেল হোসেন, পল্লী বিদ্যুৎ এর ভারপ্রাপ্ত এজিএম মোঃ জাকির হোসেন, ফায়ার ব্রিগেট অফিসার মোঃ ফারুক হোসেন, সাংবাদিক অর্জুন, কাচিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান বেপারী, রাজাপুর ইউপির মোঃ শাজাহান,ভেলুমিয়া ইউপির মনসুর হেলাল ও ইলিশা ইউপির কামাল উদ্দিন লিটন ও সিপিপির স্বেচ্ছা সেবক দলের টিম লিডার মোঃ তসলিম হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যক্তিবর্গ ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।