Bhola Times
ঢাকাSunday , 13 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

newsroom
October 13, 2024 1:21 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪। রবিবার(১৩ অক্টোবর’২৪) দিবসটি উপলক্ষে সকাল প্রায় সারে ১০ টায় অনুষ্ঠিত হয় একটি রেলি। দিবসটি উপলক্ষে পুরো আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুণ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে যাত্রাস্থানে এসে শেষ হয়। সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রেডক্রিসেন্ট, সিপিপি ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে প্রদর্শিত হয় একটি মহরা।

ভোলা ফায়ার সার্ভিস সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুর্যোগকালিন ক্ষতির হাত থেকে রক্ষা করার কৌশল সম্বলিত আকর্ষনীয় মহরা শেষে দিবসটি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মোঃ আজাদ জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবলায় সচেতনতার বিকল্প নেই। আমরা যত সচেতন হবে ততই ক্ষতির পরিমান কম হবে”। জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা এ এস এম দেলোয়ার হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিপিপি’র উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক লিটন আহমেদ, ও যুব রেডক্রিসেন্ট সদস্য আদিল হোসেন তপু। বেসরকারি সংস্থা গ্রামীন জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী বাবুল আক্তার এর পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ভোলা জেলার দুর্যোগ প্রশমনের চিত্র তুলে ধরা আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এ কে এম হেদায়েত উল্লাহ, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফরহাদ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আহসান হাবীব, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল ইসলাম এবং কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুল হক, প্রোগ্রাম অফিসার রাজিব চন্দ্র ঘোষ ও ম্যানেজার মোঃ হোসেন ও জেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।