স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে দি প্যাপিলন হোটেলে কনফারেন্স রুমে ব-দ্বীপ ফোরাম এর আয়োজনে ১০ গুনি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মাননা স্বারক তুলে দেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ শওকাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব-দ্বীপ ফোরামের আহবায়ক মশিউর রহমান রুপক,সদস্য সচিব নাকিবুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোশারেফ অমি।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব-দ্বীপ ফোরামের
সদস্য নাজিমুল ইসলাম চৌধুরী।
এসময় সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম,বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম কায়েদ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার দশজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
ব-দ্বীপ ফোরাম শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম,চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু তাহের,মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম শামসুল হুদা,দৌলতখান চরপাতা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মিন্টু শিকদার,শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মো নূর নবী, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন আলহাজ্ব মো নুর উদ্দিন, আলীগাঁও এ,গফুর মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন প্রাক্তন শিক্ষক আছিউর রহমান।
এসময় বক্তরা বলেন,শিক্ষকেরা তাদের মেধা,পরিশ্রম ও অনুপ্রেরণার মাধ্যমে শুধু ছাত্রদের জীবনের পথই আলোকিত করেনা বরং একটি শক্তিশালী সমাজ গঠনেরও মূলভিত্তি হিসাবে কাজ করেন। তাই শিক্ষকদের সম্মান রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন।
এসময় বক্তরা আরো বলেন,শিক্ষা হলো একটি জাতির মেরুদন্ড, আর শিক্ষকরা হলেন সে মেরুদন্ডের কারিগর। তিল তিল করে নিজে মোববাতির মতো ক্ষয় হয়ে নীরবে নিভৃতে শিক্ষক তার দায়িত্ব পালন কে যাচ্ছেন। তাই সুশীল সমাজ ও উন্নত দেশ গড়ার জন্য শিক্ষকদের অবদান অপরিসীম। তাই সমাজে শিক্ষকদের মর্যাদা সবার উপরে রাখতে হবে বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।