Bhola Times
ঢাকাWednesday , 2 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ছোটদের আলোচনা সভা

newsroom
October 2, 2024 1:20 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় চলছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪। তারই অংশ হিসেবে মঙ্গলবার(১অক্টোবর’২৪) ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিশুদের আলোচনা সভামুলক অনুষ্ঠান “ছোটরা বলবে,বড়রা শুনবেন”। স্কুলটির প্রভাতি শাখার ৬ষ্ঠ (খ) শ্রনীতে অনুষ্ঠিত সভায় ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ এ বিষয়ের ওপর নিজেদের মতামত তুলে ধরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর মোট ১১ জন শিক্ষার্থী। ভোলা জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কন্যা শিশুরা সকলেই বাল্যবিবাহ মুক্ত,অসাম্প্রদায়ীক,সন্ত্রাস ও মাদক মুক্ত এবং মেয়েদের শতভাগ নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তামুলক বাংলাদেশ চায় বলে তাদের বক্তব্যে উল্লেখ করে। শিশু একাডেমির প্রশিক্ষক মশিউর রহমান পিংকু এর উপস্থাপনায় ছোট্ট শিক্ষার্থীদের মধ্যে মুল্যবান বক্তব্য রাখে মিতার্জুন দে(৬ষ্ঠ), মুস্তাহিনা(৮ম),সিদরাতুল জান্নাত(৮ম), রাবেয়া রহমান(৬ষ্ঠ),আফিয়া ইসলাম(৯ম), সিয়েনা তাসকিয়া(৬ষ্ঠ),প্রিয়াংকা গুহ(৬ষ্ঠ), ফাইজা আলম(৮ম),মাহজায়িন ইসরা(৮ম),আফরিন বুশরা(৮ম) ও সুন্না ইয়াছমিন(৬ষ্ঠ)। আনন্দঘন এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মোর্শেদ আলী, শিশু একাডেমির অফিস সহকারি গোপাল চন্দ্র দে ও সাংবাদিক অর্জুন সহ বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।