Bhola Times
ঢাকাSaturday , 28 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় উদযাপিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

newsroom
September 28, 2024 2:43 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলা টাইমস ::“জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন,সকল প্রতিবন্ধকতা নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪। শনিবার(২৮ সেপ্টেম্বর’২৪) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় একটি বর্নাঢ্য রেলি। ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাস্থানে এসে শেষ হয়। ভোলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রাণী সম্পদ দপ্তর,স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ভোলা জেলার বিভিন্ন খামারীদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে জলাতঙ্ক দিবসের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ড এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ, পুলিশ সুপার কার্যালয়ের পিআরও সত্য রঞ্জন খাসকেল,সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন মাহমুদ,ভোলা জেলা ডেইরী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান খোকন। বক্তারা সকলেই জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মিল্কভিটা জেলা কর্মকর্তা ডাঃ আসাফুদৌলা রেজা ও প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং বিভিন্ন পর্যায়ের খামারীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।