Bhola Times
ঢাকাSaturday , 4 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলার চরসামাইয়ায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

newsroom
January 4, 2025 7:47 pm
Link Copied!

 

মোঃ হাসনাইন আহমেদ,

বাংলাদেশ সংখ্য গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিম নবাবের সঞ্চলালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো. ইউছুফ,সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল- মামুন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মাতাব্বর, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, ইউনিয়ন যুবদল নেতা ,সহ-সাংগঠনিক সম্পাদক,মো. আকতার হোসেন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , রেদওয়ান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান ,জসিম সহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, এই দেশকে গঠন করবে বিএনপি সেটা আপনাদের মনে রাখতে হবে। আওয়ামীলীগ গত ১৭ বছর এই দেশকে ধ্বংস করে গেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অংঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।