মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৭ লাখ টাকা ও তিনটি এতিমখানায় নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন অন্তবর্তী কালীন সরকারে সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল।
১৬ নভেম্বর শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিরাজল হকের ছেলে নিহত সুজনের পরিবারকে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের জন্য নগদ ৫ লক্ষ টাকা ও বিকালে বসত ঘর নির্মাণের জন্য দেউলা ৩নং ওয়ার্ডের বাসিন্দা আঃ হকের ছেলে শহীদ সোহেলের পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন এবং দেউলা ও সাচড়া ইউনিয়নের তিনটি এতিমখানায় মাদ্রাসার অসহায়-দুস্থ শিক্ষার্থীদের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন তিনি।
অনুদান প্রদান শেষে নিহত শহীদদের কবর জিয়ারত করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে,১৭ নভেম্বর রবিবার সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল ও এডভোকেট ইব্রাহিম খলিল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন শহিদ হয়েছে,আমি প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব।
এ সময় শহীদদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন,দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তারই ধারাবাহিকতায় ২৪শে আগস্ট-জুলাই বিপ্লব ঘটেছিল। বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, তারা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার বদৌলতে দেশ সংস্কারে এগিয়ে নিচ্ছেন।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা পুলিশের গুলিতে শহীদ বা আহত হয়েছেন, যে পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হারিয়ে আজ অসহায় তাদের সহায়তা করুন, সেই পরিবারের সদস্যদের চাকরি দেন।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে শহীদদের বিভিন্ন সড়ক ও সরকারি-বেসরকারি স্কুল বা প্রতিষ্ঠানের নামকরণ করে তাদের আত্মত্যাগকে স্বীকার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবেন।
এসময় তিনি বলেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিভিন্ন কাজে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিদের সাথে যুক্ত হন তিনি এবং পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রোগ্রাম সহ সকল কাজে সক্রিয়ভাবে যোগদান করেন,ভবিষ্যতেও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি রায়হান আহমেদ শাকিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।