এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে শসস্ত্র বাহিনীকে সারাদেশে আরো সক্রিয় করে রেখেছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায় দায়ীত্বরত বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্ট চরফ্যাশন উপজেলায় মাদক বিরোধি একটি যৌথ অভিযান পরিচালরা করে। বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধিন এওয়াজপুর নামক স্থানে স্থানীয় পুলিশ সদস্যদের নিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে নেভি। দীর্ঘ সময় ধরে চলা অভিযানে শশীভূষণ থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মাঝি ও তার সহযোগী মোঃ ছিদ্দিক মোল্লাকে আটক করতে সক্ষম হয় বাংলাদেশ নৌবাহিনী। শনিবার(১৬ নভেম্বর’২৪) পরিচালিত যৌথ অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১ হাজার ৫ শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন সেট, মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মটর সাইকেল ও নগদ ৪৫ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শশীভূষণ থানায় ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানায় নৌবাহিনী।