Bhola Times
ঢাকাThursday , 14 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পরিবার পরিকল্পনা দপ্তরের কার্যক্রম পরিদর্শন করলেন অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল্লাহিল আজম

newsroom
November 14, 2024 4:34 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::যেকোন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হলো মানব সম্পদ। আর সেই মানব সম্পদকে প্রকৃত সম্পদে রুপান্তরিত করতে হলে সর্বপ্রথমে দরকার সঠিক ও সময়োপযোগি পরিবার পরিকল্পনা। যা একটি জাতিকে উন্নত করারর ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বাস্তবতার আলোকেই ভোলা জেলা পরিবার পনিকল্পনা কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক মোঃ সাইফুল্লাহিল আজম। বুধ-বৃহস্পতিবার(১৩ -১৪ নভেম্বর’২৪) দুদিনের সফরে এসে ভোলা জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের বেশ কয়েকটি কার্যালয় পরিদর্শন করেন সরকারের এই অতিরিক্ত সচিব।

বুধবার সন্ধ্যায় তিনি ভোলা প্রবেশ করেই প্রথম পরিদর্শণ করেন ভোলা সদর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্র এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের পন্যাগার। নবাগত ডিজি এস. আজম ভোলা পরিদর্শনের দ্বিতীয় বা শেষ দিনে ভোলা শহরে অবস্থিত বিএভিএস ক্লিনিকের কার্যক্রম, বোরহানউদ্দিন উপজেলার টবগী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, লালমোহন উপজেলার ১০ শয্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যান কেন্দ্রের স্থায়ী ও দীর্ঘস্থায়ী পদ্বতি ক্যাম্প সহ বেশ কিছু কার্যক্রম। ভোলা পরিদর্শন কালে ডিজি আজম বলেন, “আমি ইতিমধ্যে ৬৩ টি জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শণ করলেও সর্বশেষ আসলাম ভোলায়। ভোলার পন্যাগারটির অবস্থা জড়াজির্ণ হলেও বাকী কার্যক্রমগুলো সন্তুুষজনক মনে হলো। আশা করি ভোলা জেলা পরিবার পরিকল্পনার কার্যক্রম আরো উন্নত করা সম্ভব হবে”। এ সময় মহা পরিচালকের সাথে ছিলেন এমসিএইচ সার্ভিস বিভাগের পরিচালক ডাঃ মোঃ সুলতান আহম্মদ, বরিশাল বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার সহ অন্যান্য সফর সঙ্গীগণ। ভোলা পরিদর্শণ কালে দেশের পরিবার পরিকল্পনা বিভাগের প্রধান এই কর্মকর্তাকে স্বাগত জানান ভোলা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান ও ভোলা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ মেহেদী হাসান ও বিএভিএস ক্লিনিকের ডাঃ মোঃ ফয়সাল সহ পরিদর্শিত দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।