আব্দুল মান্নান,
দৈনিক ভোলাটাইমস্ ::জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল (১১ নভেম্বর) বিকাল তিন টায় দৌলতখান মধ্য বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন হাফিজ ইব্রাহিম বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে জাতি এই দিবসটি পালন করে আসছে। দিনটি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক।
এছাড়া বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা বিএনপির সমন্নয়ক ও দৈনিক খবর পত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আকবর হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসনে তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহজাহান সাজু, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা নাজিম উদ্দীন হাওলাদার। সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাসিন রাশেদ, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, পৌর যুব দলের আহবায়ক আলমগীর হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদ্স্য সচিব মোঃ জামাল হোসেন ভুট্রো, ছাত্র দলের আহবায়ক সনজিব মৃধাসহ আরো অনেকে।
এরপূর্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।