এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা সদর মডেল থানা সূত্রে জানা যায় যে, রবিবার(২ নভেম্বর’২৪) পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার বাছাই পর্বে ২০০ মিটার দৌড় পরিক্ষা চলছিলো। দুপুর ২.০০ টায় শুরু হওয়া পরীক্ষায় ভোলা জেলার লালমোহন উপজেলাধিন বদরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ ছলিমউদ্দিন হাওলাদার বাড়ির মোঃ নাগর হাওলাদার ও বিলকিছ বানুর ছেলে এমরান(১৯) অকৃতকার্য হয়। তখন নিয়োগ কর্তৃপক্ষ তার অনলাইনে পাওয়া প্রবেশ পত্রে অকৃতকার্য লিখে তাকে বিদায় করে। কিন্ত দুস্কৃতিকারী এমরান পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের বিপরীতে অবস্থিত ‘মা কম্পিউটার’ নামক দোকানের অপারেটর মোঃ তানজিম ওরফে সিয়াম(২৬) এর সহযোগিতায় স্ক্যানিংয়ের মাধ্যমে অকৃতকার্য শব্দটির স্থলে কৃতকার্য শব্দটি লিখে পরবর্তী পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা খায়। তখন কর্তৃপক্ষ পুলিশের গোয়েন্দা শাখায় খবর দিলে তারা ধৃত এমরানের দেয়া তথ্য মতে এই জালিয়াতি চক্রের সাথে জড়িত সিয়াম ও মোঃ তামিম(১৯) কে গ্রেফতার করে। সিয়াম হলো ভোলা সদর উপজেলাধিন দক্ষিন দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ বাচ্চু জমাদ্দার বাড়ির আব্দুল হান্নান ও কুলছুম বেগমের ছেলে এবং মোঃ তামিম হলো ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ মধ্য চরনোয়াবাদ এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন ও তাছলিমা বেগমের ছেলে। এসময় তাদের জালিয়াতি কাজে ব্যবহৃত একটি ডিজিটাল প্রিন্টার, একটি সিপিও ও একটি স্মার্ট মোবাইল ফোন ২ টি সিম সহ জব্দ করে গোয়েন্দা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে যথা নিয়মে মামলা হয়েছে জানায় গোয়েন্দা পুলিশ।