এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::মা ইলিশ রক্ষার লক্ষে সারাদেশের নদীগুলোতে চলমান ২২ দিনের অভিযানের ১৬ তম দিনে অর্থাৎ ২৮ অক্টোবর’২৪ মধ্যরাতে ভোলা জেলার লালমোহন উপজেলাধিন মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালায় লালমোহন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগ। অভিযান বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব এর দেয়া তথ্য মতে জানা যায়, গভীর রাতে পরিচালিত ৩ টি মোবাইল কোর্ট ও ৫ টি অভিযানের মাধ্যমে মোট ৫২ জন জেলেকে আটক করা হয়েছিলো। মেঘনা নদীতে আটককৃত ৯ জনকে ৫ দিন করে কারাদন্ড এবং তেতুলিয়া নদীতে আটককৃত ৩৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়াও অপ্রাপ্ত বয়স্ক ১০ জনের বিরুদ্ধে মুচলেকা পন্থা অবলম্বন করা হয়। তিনি বলেন, “আটককৃত জেলেদের কাছ থেকে ৮ টি মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার জাল ও ৭০ কেজি মাছ জব্দ করে প্রশাসন এবং অভিযানের বাকী দিনগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।