Bhola Times
ঢাকাTuesday , 22 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

newsroom
October 22, 2024 3:47 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”ছাত্রজনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(২২অক্টোবর’২৪) সকাল সারে ১১ টায় ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা বিআরটিএ ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল্লাহ। বিআরটিএ ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে সড়কে চলাচল করার নিয়ম কানুন সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক এ.সি.ডি.অর্জুন। প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ রাকিবুল জাহাঙ্গীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ, বিআরটিএ কার্যালয়ের অফিসার সৈয়দ রাসেল, স্কুলটির সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন ও নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষকগণ। সভায় প্রধান অতিথি সহ সকল বক্তাই সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের করনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং শিক্ষার্থী সহ সকলকে আইন ও নিয়ম মেনে রাস্তায় চলাচলের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য দিবটি উপলক্ষে এবং ভোলায় সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এরুপ সচেতনতামুলক আলোচনা সভা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন বিআরটিএর সহকারী পরিচালক মাহবুবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।