Bhola Times
ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অনুষ্ঠিত হলো জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

newsroom
October 20, 2024 5:46 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন অগ্রতি বা অবনতি সহ সকল বিষয় নিয়ে প্রতিমাসে একটি করে সভার আয়োজন করে জেলা প্রশাসন। আর সেই সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগণ নিজ নিজ কাজের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন। তারই ধারাবাহিকতায় রবিবার(২০ অক্টোবর’২৪) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা উন্নয়ন সমন্বয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। সভার প্রথমে সভাপতি জেলা প্রশাসক উপস্থিত সকল সরকারি দপ্তর প্রধানদের কাছে স্ব স্ব দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। জেলার সবচেয়ে বড় এই সভায় জেলা প্রশাসক প্রথমে সরকারি সকল দপ্তর প্রধানদের কাছে সেপ্টেম্বর’২৪ মাসে নেয়া সিদ্ধান্ত গুলোর অগ্রগতি বিষয়ে শুনেন এবং কাজের গুরুত্ব অনুসারে নিজের পরামর্শমুলক নির্দেশনা প্রদান করেন। ভোলা জেলা বিএনপি,জামায়েত ইসলামী,জাতীয় পার্টি, হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আজাদ জাহান ভোলা জেলার যেসব বিষয় গুলোর ওপর গুরুত্বারোপ করেন সেগুলো হলো ভোলা টু বরিশাল গামী স্পীড বোট গুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা, চলমান মৎস্য অভিযানে জেলে কার্ডের চাল বিতরনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা, ভোলা শহরে চলা অটো রিক্সা,সিএনজি ও মিশুক জাতীয় যানবাহনের ডান দিকে তিনটি করে রড স্থায়ীভাবে লাগিয়ে ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা, সদর হাসপাতালে আসা রোগীদের সেবার মান উন্নয়ন করা, জন্ম ও মৃত্যু সনদ প্রদানে শতভাগ স্বচ্চতা বজায় রাখা, বিদ্যুৎ খাতের উন্নয়ন, ভোলা শহরের কাচাবাজার ও এর আশপাশে ফুটপাত দখল করা অবৈধ দোকানীদের উচ্ছেদ করা সহ বেশ কিছু বিষয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মুনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান খান, জেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হাছান ওয়ারিসুল কবির, জেলা খাদ্য অফিসার মোঃ এহসান, জেলা ত্রান ও পুনঃর্বাসন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা তুজ জহুরা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,জামায়েত ইসলামীর সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জাতীয় পার্টির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মাওঃ তরিকুল ইসলাম, হেফাজত ইসলাম এর সাধারন সম্পাদক মাওঃ তৈয়বুর রহমান সহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। প্রায় সারে ৩ ঘন্টা ব্যাপী চলা জেলা উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, স্থানী সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, আনসারভিডিপির জেলা কমান্ড্যান্ট এ বি এম ফরহাদ ও জেলা প্রশাসনে কর্মরত সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। উল্লেখ্য সভায় ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা তুজ জহুরা ভোলা শিক্ষা প্রকৌশলে প্রস্তাবিত স্কুলের নতুন ভবনটি পূর্ব নির্ধারিত স্থানে নির্মান করলে শিক্ষার্থীরা যেসব ক্ষতির সম্মুক্ষিণ হতে পারে তা তুলে ধরেন এবং স্কুলের নিজস্ব জমির মধ্যেই অন্যত্র নির্মান করা সহ স্কুলের সকল জমি স্কুল কর্তৃপক্ষের অধিনে ন্যাস্ত করার জোড়ালো দাবী করেন। এ সময় স্কুলের সভাপতি ও ডিসি আজাদ জাহান সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সরেজমিন প্রদর্শন পূর্বক বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।