Bhola Times
ঢাকাSaturday , 19 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে রাতের আধারে দুর্বৃত্তের রোষানলে কৃষকের ফসল

newsroom
October 19, 2024 10:57 am
Link Copied!

এইচ এম নোমান চরফ্যাশন,

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকের রোপণ করা তিন শতাধিক কুমড়া লাউগাছ ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক নুরু হক সর্দারের।গত বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মুন্সি বাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭অক্টোবর) সকালে সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে আবদুল্লাহ পুর ৫ নম্বর ওয়ার্ডের কৃষক নুরু হক সর্দার মুন্সি বাড়ির পশ্চিম পাশের বিলে ৪০ শতাংশ জমিতে কুমড়া লাউগাছ ও মরিচগাছের চারা রোপণ করে চাষাবাদ শুরু করেন। ইতোমধ্যে লাউ শসা বড় হয়েছে এবং মরিচগাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ফলন ধরা গাছগুলো উপড়ে ফেলেছে।

কৃষক শামীম বলেন, ‘৪০ শতাংশ জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে কুমড়া লাউ শসা ও মরিচগাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে। দুর্বৃত্তরা আমার তিন শতাধিক শসাগাছ, ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় বাবুল জমদার বলেন, ‘আমার জানামতে সে কখনও কারও ক্ষতি করেনি। অথচ রাতের আঁধারে দুর্বৃত্তরা তার রোপণ করা কুমড়া ফুলকপি ও মরিচ ধরা গাছ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি দুঃখজনক।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আপনার কাছে মাত্র শুনলাম।’

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।