এ.সি.ডি.অর্জুন,
একটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে সেই জেলার উন্নয়ন কতটা তরান্নিত হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে তবে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। আর সেই বাস্তবতার আলোকেই সরকারি নিয়মানুযায়ী দেশের প্রতিটি জেলায় প্রতি মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার লক্ষে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৭ অক্টোবর’২৪) ভোলায় অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই সদ্য সমাপ্ত শারদীয় দুর্গোৎসব ভোলা জেলায় শান্তিপূর্ণভাবে উদযাপন করায় সহায়তা করার জন্য উপস্থিত সকল সরকারি সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কার্যপ্রনালির প্রথমে উপস্থিত সকল দপ্তর প্রদানদের কাছে স্বস্ব দপ্তরের কাজের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য শ্রবন করেন এবং সাথে সাথেই উল্লেখিত সমস্যার সমাধানের জন্য আইনী পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক ও সভাপতি। প্রায় ২ ঘন্টা যাবত চলা সভায় ভোলা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ ভাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, নৌবাহিনীর ভোলা জেলা কমান্ডার আবু বক্কর, কোস্টগার্ড অফিসার লেফঃ ইফাত, রেব কোম্পানী কমান্ডার হাসান মোহতারিন, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফরহাদ হোসেন, জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, জামায়েত ইসলামীর জেলা সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় পার্টির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, ইসলামীক ফাউন্ডেশনের ডিডি মোঃ আরিফুল ইসলাম, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সকলের বক্তব্য শোনার পর ডিসি ও , এসপি যেসব বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন তা হলো চলমান মৎস্য অভিযান সফল করা, বাল্যবিবিহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, জেলখানার আসামীদের খাবারের মানোন্নয়ন করা, জেলে কার্ডের চাল সঠিক সময়ে সঠিকভাবে বিতরন করা, ভোলা শহরের যানজট নিরসনে ব্যবস্থাগ্রহণ করা, অটো রিক্সাগুলোর ডানদিকদিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা, মাদক নির্মুলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ বেশ কিছু বিষয়। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল সহ বিভিন্ন ইউএনও গণ সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যগণ এবং জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ সহ কমিটির প্রায় সকল সদস্যগ্রন উপস্থিত ছিলেনন।