Bhola Times
ঢাকাWednesday , 16 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অনুষ্ঠিত হলো বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

newsroom
October 16, 2024 9:43 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::নিত্য প্রয়োজনীয় পন্যের দাম যখন সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার উপক্রম ঠিক তখনই ভোলা সহ দেশের প্রতিটি জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করে সরকার। তারই অংশ হিসেবে নবগঠিত টাস্কফোর্স কমিটির প্রথম মতবিনিময় সভার আয়োজন করে ভোলা জেলা প্রশাসন। বুধবার(১৬ অক্টোবর’২৪) সকাল প্রায় ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে ডিসি বলেন, “আপনারা যৌক্তিক পরিমান লাভে প্রতিটি দ্রব্য বিক্রি করে নিজেরা যেমন জীবীকা নির্বাহ করবেন ঠিক তেমনি প্রতিটি দ্রব্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। তিনি আরো বলেন বিশেষ টাস্কফোর্স কমিটি যদি প্রমান পায় যে,আপনারা অতিরিক্ত লাভের আশায় কোন কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করছেন তাহলে জেলা প্রশাসন কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তাই আমি আশা করি আপনারা প্রতিটি দ্রব্যের আসল ক্রয় রশিদ সংরক্ষন করেবেন এবং যৌক্তিক লাভে বিক্রি করবেন”। ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এর স্বাগত বক্ত্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ, ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ এহসান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুন্ড, পৌরসভার সমাজ উন্নয়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম, চাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মোঃ ফয়সাল, সাবাংদিক এ.সি.ডি.অর্জুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহিম ও হিমু সহ কয়েকজন, মুদি বাজার সমিতির সভাপতি,কাঁচা বাজার সমিতির সভাপতি, রেস্ট্রু্রেন্ট মালিক সমিতির সাধারন সম্পাদক ও মাছ,মুরগী,মাংস,ডিম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ। সভায় জেলা প্রশাসকের আহবানে উপস্থিত সকল ব্যবসায়ীগণ অতিমাত্রায় মুনাফা করতে গিয়ে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার থেকে বিরত থাকার প্রশ্নে ঐক্যমত পোষন করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনডিসি সামছুজ্জামান সহ সংশ্লিষ্ট সরকারি অফিসার ও কমিটির সকল সদস্য এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।