এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :আমরা মাছে ভাতে বাঙ্গালী। এটাই আমাদের পরিচয়। আর দ্বীপজেলা ভোলার নদী খাল বিল পুকুর সহ সকল জলাশয়তো মাছেরই আবাসস্থল। তাই প্রতি বছরের মতো এবারও সোমবার(১৪ অক্টোবর’২৪) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্নে অবস্থিত ডিসি অফিসের পুকুরে(চাঁনখার পুকুর) মাছের পোনা অবমুক্ত করলেন খোদ জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ভোলা সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অবমুক্তকরণের সময় ডিসি আজাদ জাহান রুই, কাতলা,মৃগেল, সিলভার কার্প ও কার্প জাতীয় অন্যান্য মাছ সহ মোট ৪২ কেজি মাছের পোনা অবমুক্ত করেন। ১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারাদেশের নদী ও সমুদ্রে সকল প্রকার মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে জেলা প্রশাসক কর্তৃক ছোট পরিসরে অনুষ্ঠিত পোনা অবমুক্তকরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এনডিসি সামছুজ্জামান, ভোলার নবাগত সিনিয়র জেলা সহকারী মৎস্য পরিচালক মোঃ জাকির হোসেন ও জীবন কৃষ্ণ দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য ভোলায় যোগদানের মাত্র ১ মাসের মধ্যে ডিসি আজাদ জাহান দ্বিতীয় বারের মতো পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন।