স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলা টাইমস::হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে ভোলার বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরন করা হয়।
শুক্রবার রাতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ ভোলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মন্দন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক এর হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় তিনি বলেন,কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্দেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়েরর সকলের মাঝে তারেক জিয়ার সারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌছেদেন।
এসময় তরিকুল ইসলাম কায়েদ বলেন,
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দল-মত-ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।
এসময় তিনি আরো বলেন,দেশরত্ন তারেক রহমান আবারো বাংলাদেশে ফিরে আসবেন। তিনি সুন্দর একটি দেশ গড়বেন। আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে ভাল থাকতে চাই।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ১৬ বছর যুদ্ধ করে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন স্বাধীনতা পেলাম আমরা। গণতান্ত্রিক দেশে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারি সবাইকে নিয়ে সেই কামনা করি আমরা।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে কোন প্রকার বৈষম্য নয়।আমার সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী।
এ-সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা,ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটির সভাপতি শান্ত ঘোষ,সাংগঠনিক সম্পাদক রাজন সাহা,
পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি
আবুল কালাম বাহালুল,থানা যুবদলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন সবুজ,পৌর যুবদলের সাবেক
সভাপতি ফারুক শিকদার,পশ্চিমে ইলিশা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব
সোহেল সহ যুব দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।