Bhola Times
ঢাকাSaturday , 12 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপিত  

newsroom
October 12, 2024 2:04 pm
Link Copied!

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস্ ::”ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব ডিম দিবস-২০২৪। শুক্রবার(১১ অক্টোবর’২৪) দিবসটি উপলক্ষে সকাল প্রায় সারে ৯টায় অনুষ্ঠিত হয় একটি রেলি। ভোলা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিবসের রেলিটি জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে যাত্রাস্থানে এসে শেষ হয়। ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের খামারী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। মানুষের সু স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যগুণ সমৃদ্ধ এই ডিম দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন “পৃথিবীতে ডিম হলো এমন একটি সুপার ফিড যার মধ্যে প্রায় সকল প্রকার খাদ্যগুণ বিদ্ধমান আছে। তাই বিশ্ব ডিম দিবসের তাৎপর্য সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সরকারের পাশাপাশি আমাদের সকলকেই যার যার স্থান থেকে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বা খামারীদের সর্বাত্বত সহযোগিতা করতে হবে”। ভোলা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আহসান হাবীব, ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার এর প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ ওয়ালিউর ইসলাম, ভোলা জেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম খোকন, কাজী ফার্ম এর এজি এম মোঃ জামাল উদ্দিন, ভোলা পোল্ট্রি হ্যাচারীর মালিক মোঃ কামরুল আহসান কামাল, পোল্ট্রি খামারী মোঃ লিটন ও স্কয়ার মেডিসিন কোম্পানীর ভোলা প্রতিনিধি। বক্তারা সকলেই প্রতিটি মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া বিষয়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ওসি প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ নজমুল ইসলাম ও প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।