স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস্ ::এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ৫ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন ভোলা সদর হাসপাতালের নার্স ও নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা।
এতে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। দাবি না মানলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের ঘোষনা দিয়েছেন আন্দোলনরত নার্সরা।
ভয়েজ ওভার…
সকালে ভোলা সদর হাসপাতালের সামনে জরো হয়ে দ্বিতীয় দিনের মতো ৫ ঘন্টার কর্মবিরতি পালন করেছে ভোলা সদর হাসপাতালের নার্সরা। সকাল ৯ থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে দুপুর ২ টা পর্যন্ত। নার্সদের দাবি এতো দিন শান্তিপূর্ন ভাবে কর্মসূচি পালনের পরে দাবি আদায় না হওয়ায় এই কর্মসূচী।
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালকসহ অপসারন পূর্বক ওই পদগুলোতে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন।
এতে ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্ম বিরতি যায় নার্সরা।
এদিকে নার্সদের কর্মবিরতির কারনে ভোগান্তি তে পরেন ভোলা সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা। চিকিৎসা দিতে হিমশিম খায় ডাক্তাররা।
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলে নন নাসিং প্রশাসন ক্যাডার পদায়ন বন্ধের এক দফা দাবিতে গত ৯ সেপ্টেম্বর আন্দোলন করছে নার্সরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।