এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় চলছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪। তারই অংশ হিসেবে বুধবার(২ অক্টোবর’২৪) ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিশুদের আলোচনা সভামুলক অনুষ্ঠান “ছোটরা বলবে,বড়রা শুনবেন”। স্কুলটির প্রভাতি শাখায় অনুষ্ঠিত সভায় ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ এ বিষয়ের ওপর নিজেদের মতামত তুলে ধরে ৩য় থেকে ৯ম শ্রেনীর প্রায় ১০ জন শিক্ষার্থী। ভোলা জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কন্যা শিশুরা সকলেই বাল্যবিবাহ মুক্ত,অসাম্প্রদায়ীক,সন্ত্রাস ও মাদক মুক্ত এবং মেয়েদের শতভাগ নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তামুলক বাংলাদেশ চায় বলে তাদের বক্তব্যে উল্লেখ করে। আনন্দঘন এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মোর্শেদ আলী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন, সহকারী শিক্ষক সূর্যমনি দেবনাথ, ববিতা ভদ্র সহ সকল শিক্ষক, শিশু একাডেমির অফিস সহকারি গোপাল চন্দ্র দে সহ বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।