Bhola Times
ঢাকাMonday , 30 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুই দফা দাবীতে  ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন 

newsroom
September 30, 2024 5:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার ,
দৈনিক ভোলাটাইমস্ :: দুই দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা -কর্মচারীরা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সারা দেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির ৪৫হাজার কর্মকর্তা-কর্মচারী একসাথে মানববন্ধন পালন করেছে।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তা স্বত্ত্বেও পর্যাপ্ত মূল্যায়ন পাচ্ছেনা তারা। এর কারণ হিসেবে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের দ্বৈত নীতিকে দায়ী করেন মানববন্ধনকারীরা। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা পল্লি বিদ্যুৎ এর ডিজিএম ইন্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম, এজিএম শোয়েব ইবনে বাসার, এজিএম ওয়ালি আসরাফ খান, এজিএম  জিয়াউর রহমান,সহকারী  জুনিয়র ইনজিনিয়ার মোঃ জনি শেখ ও মোঃ রাজিব সহ আরো অনেকে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।