এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::প্রতি বছরের মতো এবারও ভোলায় বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হলো শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার(১৪ ডিসেম্বর’২৪) সকাল সারে ৯ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্তরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব ও যুগীর ঘোলে অবস্থিত বদ্ধভূমিতে পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীরমুক্তি যোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারসহ সরকারি বিভিন্ন দপ্তর। ৫৩ বছর বয়সী বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিবসটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন,”১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনী যখন বুঝে গিয়েছিলো যে, পাকবাহিনীর পরাজয়ের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চত হতে চলছে। ঠিক তখনই তারা ইতিহাসের জঘন্যতম কাজটি সংঘটিত করার পরিকল্পনা করে।
অর্থাৎ তারা মনে করেছিলো এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলেই বাঙ্গালী আর মাথা তুলে দারাতে পারবেনা এবং এই দেশ পাকিস্থানীদের হাতেই থাকবে। আর সেই দৃষ্টিকোন থেকে পাকহানাদার বাহিনী এদেশের শিক্ষক,সাংবাদিক,আইনজীবী,চিকিৎসক,লেখক সাহিত্যিক সহ অসংখ্য মেধাবীদের নির্বিচারে হত্যা করেছিলো। কিন্তু বীর বাঙ্গালী মুক্তিসেনারা তাদের সেই ঘৃনিত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ঠিক তার দুই দিনের মাথায় কাঙ্খিত বিজয় ছিনিয়ে আনে। তাই প্রতিবছর দিনটিকে আমরা শ্রদ্ধার সহিত উদযাপন করার মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কারন তাদের অবদানের কথা জাতি কখনো ভুলবেনা। ডিসি আরো বলেন, আমরা ৭১ এ নিহত শহীদদের যেমনি ভুলতে পারবোনা তেমনি ২০২৪ এর জুলাই আগস্টে সংঘঠিত গণঅভূত্থানে নিহত শহিদদেরও কখনো ভুলতে পাবোনা”। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ মনজুর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, বীরমুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আমিনুল ইসলাম খান, ভোলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার মোঃ শাজাহান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ কামাল ও সমন্বক মোঃ রাহিম ইসলাম। পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভার প্রথমে শহিদ বুদ্ধিজীবীদের স্মরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন উপস্থিত সকলে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোঃ রিফাত ফেরদৌস, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ ফরহাদ হোসেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্কা মোঃ রফিকুল ইসলাম খান,শিশু একাডেমি কর্মকর্তা মুহাঃ আখতার হোসেন, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, এনডিসি সামছুজ্জামান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যায়েদ হোসাইন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।