এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা চারদিকে নদী বেস্টিত একটি দ্বীপ জেলা হওয়ায় এই জনপদের মানুষ প্রতিনিয়ত বন্যা, ঘূর্ণিঝড়,জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকে। সেই ধারাবাহিকতায় সদ্যবিগত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ হয় ভোলা জেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বহু মানুষ। আর সেই বাস্তবতায় সরকারের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর মতোই ঘূণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জীবনমান ঠিক রাখার লক্ষে ভোলা সদর উপজেলাধীন ভেলুমিয়া ইউনিয়নের ২১৮ টি ও ভেদুরিয়া ইউনিয়নের ১৮৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বা কিটস বিতরণ করলো বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডশন। বিদেশী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল এর আর্থীক সহযোগীতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ব্যুরো কার্যালয়ের উপ-পরিচালক মুসতানজিদা পারভীন ও বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের অডিট সুপার ভাইজার শেখ শাহিন হোসেন। ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও ব্যাবংকের হাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৃথক ভাবে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের দায়ীত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সিরাজুল ইসলামম শাওন, ভেদুরিয়া ইউনিয়নের দায়ীত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মিরাজ আহমেদ, প্লান ইন্টারন্যাশনাল,ভোলা জেলার প্রকল্প ব্যবস্থাপক নাছরিন নাহার, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ বিপ্লব হোসেন ও কো-অর্ডিনেটর রাফিউর রহমান বসনিয়া রাসেল, সাবাংদিক এ.সি.ডি.অর্জুন সহ আমন্ত্রিত অতিথি এবং সাজেদা ও প্লানের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদত্ব সামগ্রীর মধ্যে রয়েছে কাপড় কাঁচা সাবান,গায়ে দেয়া সাবান,ডিটারজেন্ট পাউডার, বাচ্চাদের স্যানিটারী প্যাড, মেয়েদের স্যানিটারী ন্যাপকিন, মহিলাদের প্যান্টি,পুরুষের জাঙ্গিয়া, রেজার,ওরস্যালাইন, টর্চলাইট, বড়দের জুতা,বাচ্চাদের জুতা, এন্টিসেপ্টিক লিকুইড, টুথ পেস্ট, বড়দের টুথ ব্রাশ,ছোটদের টুথব্রাশ,বাশি, জুট ব্যাগ,তেরপাল,সিলভারের হাড়িপাতিল,পানি রাখার কন্টিনার, ঢাকনাযুক্ত প্লাস্টিক বালতি ও স্কুলব্যাগ সহ একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী। এসময় সুবিধাভোগি পরিবারগুলোর মুখে ঈদের খুশির মতো আনন্দ লক্ষ করা যায়।