এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান সরকার সারাদেশের সন্ত্রাস নির্মূলে যেসব কাজ করছে তারই অংশ হিসেবে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আলোচিত ও দুর্ধর্ষ ডাকাত মোঃ ফজলু(৪৫) কে ধরার জন্য একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালায় রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন(রেব)-৮ এর ভোলা জেলা ইউনিট। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাহিনীটির ভোলা ক্যাম্প জানায় যে, “গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্পের কমান্ডার লেপ্টেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রবিবার(২২ ডিসেস্বর’২৪) বোরহানউদ্দিন উপজেলাধীন হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় রেবের একটি চৌকস দল। সকাল প্রায় সোয়া ৯ টায় পরিচালত অভিযানে ভোলা জেলার আলোচিত ডাকাতদল ফজলু বাহিনীর প্রধান ফজলু ডাকত বা ফজলু মাঝিকে আটক করতে সক্ষম হয় রেব। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ আলম চৌধুরী জালিয়া বাড়ির বাসিন্দা হাফেজ মাঝির ছেলে ফজলু মাঝি এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন ঘাটের মাছ ব্যবসায়ীসহ নিরীহ লোকজনের নিকট চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিলো এবং তাদের বিভিন্ন অপরাধ কার্যকলাপের বরোধীতাকারীদের খুন সহ অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলো। এরই প্রক্ষিতে রেবের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন নজরদারিতে রাখার পর শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে। ধৃত ডাকাত ফজলুর বিরুদ্ধে অস্ত্র,মাদক,দস্যুতা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমুল কর্মকান্ডের দায়ে বোরহানউদ্দিন থানায় মোট ১২ টি মামলা ও ৬ টি ওয়ারেন্ট রয়েছে। থানায় খুন ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে এবং তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে”।