এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা-বরিশাল সেতু নির্মানের অভাবে প্রতিবছর স্পিডবোট ও লঞ্চ সহ বিভিন্ন নৌযান দুর্ঘটনায় অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(৫ ডিসেম্বর’২৪) বিকাল প্রায় ৩.১৫ টায় একটি স্পিডবোট দুর্ঘটনায় নিহত হয় একজন যাত্রি এবং নিখোঁজ রয়েছে চালক। এ বিষয়ে যোগাযোগ করা হলে ভোলা জেলা নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো ভোলা সদর উপজেলার ভেদুরিয়া স্পিডবোট ঘাট থেকে ৮ জন যাত্রি নিয়ে ছেড়ে যায় মোঃ আকবর এর মালিকানাধীন স্পিডবোটটি। ড্রাইভার আলামিন(২০) বোটটি নিয়ে বরিশালের কীর্তনখোলা নদী পাড়ি দেয়ার সময় এম ভি সাথী নামের একটি মালবাহী জাহাজের সাথে হঠাৎ মুখোমুখি সংঘর্ষে বোটের যাত্রিরা নদীতে পরে গেলে স্থানীয় লোকজন সকলকে সুস্থ ও অল্প আহত অবস্থায় উদ্ধার করলেও জালিশ মাহামুদ(৫০) নামে একজন যাত্রিকে গুরুতর আহত অবস্থায় নদী থেকে তুলে বরিশাল মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। অন্যদিকে ড্রাইভার আলামিন কে খূঁজে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত জাহাজ ও বোটটি বরিশাল নৌ বন্দরথানা কর্তৃপক্ষ আটক করেছে”। জানা যায়, মৃত জালিশ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকার বাসিন্দা। তিনি স্কয়ার ওষুধ কোম্পনীর প্রতিনিধি হিসেবে ভোলায় কর্মরত ছিলেন।