Bhola Times
ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে খাল পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান

newsroom
November 27, 2024 4:11 pm
Link Copied!

 

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন  প্রতিনিধিঃ

দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার বোরহানউদ্দিনে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় খালসমূহের প্রবাহ অতীতের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ উদ্যোগে পরিস্কার অভিযানের উদ্বোধন করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের নেতৃত্বে উপজেলার পক্ষিয়া, টবগী ও কাচিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শাহবাজপুর খাল বোরহানগন্জ বাজারে আশপাশের প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান বলেন, গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছন্ন রাখতে খালের চারদিকে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি
খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে আহবান জানান তিনি। তিনি আরও বলেন, ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে বোরহানউদ্দিন উপজেলার পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল জানান, এই খালের জলাবদ্ধতার কারণে ২৫৫ একর জমিতে ৬ বছর যাবত কৃষি হয় না। কৃষকরা যেন পরিপূর্ণ আবাদ করতে পারেন সে জন্য আজকে আমাদের এ অভিযান।
উপজেলা প্রশাসন এবার যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল না করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন বোরহানউদ্দিন পাবো ।
বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে বলেন, আজ আমাদের সংগঠনের ১৬০ জন কর্মী সরাসরি অংশ নিয়ে খাল পরিচ্ছন্ন করছে। আমি সবাইকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ।
খাল পরিস্কার কাজে অংশগ্রহনকারী বিডি ক্লিনের সদস্য মোঃ ইমরান বলেন, আমরা পরিস্কার পরিচ্ছন্নতা বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এলাকাবাসীর ময়লা ফেলা এবং সঠিকভাবে পরিষ্কার না করাসহ দখল দূষণে খালটি মৃতপ্রায়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আহবানে আজ আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি। বোরহানউদ্দিন পরিচ্ছন্ন রাখলে আমরাও ভালো থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান,
টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার, বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল ও ভোলা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ব্রাক সহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।