Bhola Times
ঢাকাSaturday , 12 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় এক ঘণ্টার শিশুবিষয়ক কর্মকর্তা  নূর ফাতেমা

newsroom
October 12, 2024 2:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার্স,
দৈনিক ভোলা টাইমস্::আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে
ভোলায় এক ঘণ্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা হয়েছে দশম শ্রেণির ছাত্রী নূর ফাতেমা (১৫)।
শনিবার (১২ অক্টোবর) দুপুর এক টা থেকে ২ টা পর্যন্ত  প্রতীকী দায়িত্ব পালন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ)  এই  সদস্য।
কন্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে ভোলা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন তাকে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন।
 এসময় সে জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করে। শিশু একাডেমিতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেয় এবং শিশুবান্ধব পরিবেশে সব ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সবাইকে আহ্বান জানায়।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন  বলেন,বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফের প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম প্রশংসনীয়। এর মাধ্যমে কন্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে  নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় ব্যতিক্রম এ আয়োজন করে এনসিটিএফ।
এসময় নুর ফাতেমা বলেন, একঘণ্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করে খুবই খুশি। জেলার সব নারী-শিশুদের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চিত ও ভোলা জেলাকে নারী-শিশু বান্ধব, ইভটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার সুপারিশ করে সে।
নুর ফাতেমা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শরাফত হোসেনের মেয়ে।
এসময় ভোলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, ইয়েস বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক সাংবাদিক  আদিল হোসেন তপু,নূরে ফাতেমা বাবা শরাফত হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনসিটিএফের স্বেচ্ছাসেবক শাফায়েত হোসেন সিয়াম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।