প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ২:১৯ পি.এম
ভোলায় এক ঘণ্টার শিশুবিষয়ক কর্মকর্তা নূর ফাতেমা
![]()
স্টাফ রিপোর্টার্স,
দৈনিক ভোলা টাইমস্::আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে
ভোলায় এক ঘণ্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা হয়েছে দশম শ্রেণির ছাত্রী নূর ফাতেমা (১৫)।
শনিবার (১২ অক্টোবর) দুপুর এক টা থেকে ২ টা পর্যন্ত প্রতীকী দায়িত্ব পালন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এই সদস্য।
কন্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে ভোলা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন তাকে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন।
এসময় সে জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করে। শিশু একাডেমিতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেয় এবং শিশুবান্ধব পরিবেশে সব ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সবাইকে আহ্বান জানায়।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন,বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফের প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম প্রশংসনীয়। এর মাধ্যমে কন্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় ব্যতিক্রম এ আয়োজন করে এনসিটিএফ।
এসময় নুর ফাতেমা বলেন, একঘণ্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করে খুবই খুশি। জেলার সব নারী-শিশুদের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চিত ও ভোলা জেলাকে নারী-শিশু বান্ধব, ইভটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার সুপারিশ করে সে।
নুর ফাতেমা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শরাফত হোসেনের মেয়ে।
এসময় ভোলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, ইয়েস বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক সাংবাদিক আদিল হোসেন তপু,নূরে ফাতেমা বাবা শরাফত হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনসিটিএফের স্বেচ্ছাসেবক শাফায়েত হোসেন সিয়াম।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.