
ভোলা টাইমস্, ডেক্স:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি, হাজীগঞ্জ থেকে দুটি এবং ফতুল্লা স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
