খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ভোলা টাইমস্, ডেক্স:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.