

বোরহানউদ্দিন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস:: ভোলার বোরহানউদ্দিনের দেউলা লঞ্চঘাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে সন্ত্রাসী হামলা হয়েছে। যাত্রী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭:৩০ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বোরহানউদ্দিনের দেওলা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় লঞ্চটিতে উঠে পড়ে। তারা লঞ্চের কর্মীদের মারধর করে এবং লঞ্চের বিভিন্ন অংশ ভাঙচুর করে। যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, যাদের অনেকেই এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হয়েছে। এক প্রশ্নের জবাবে এমবি আল আরাফ লঞ্চের চালক বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের লঞ্চ কর্মীদের সাথে এমবি মানিক-১১ লঞ্চের কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় লালমোহন থেকে আমাদের লঞ্চ ছাড়ার সময় মানিক লঞ্চটি আমাদের লঞ্চের পিছনে ধাক্কা দেয়। এতে আমাদের লঞ্চের পিছনের অংশে ভেঙে যায়। এই বিষয় নিয়ে তাদের সাথে আমাদের মৌখিক তর্ক হয়। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। পথে, বোরহানউদ্দিন এলাকার বেতুয়া নদীর দেওলা লঞ্চ ঘাটে, মানিক-১১ লঞ্চের কর্মীরা আরও কয়েকজন সহযোগী নিয়ে আমাদের লঞ্চে উঠে পড়ে। তারা আমাদের কর্মীদের মারধর করে এবং লঞ্চের ভেতরে ভাঙচুর করে। এমবি মানিক-১১ লঞ্চের মালিক জানান, দীর্ঘদিন ধরে উভয় লঞ্চের কর্মীদের মধ্যে নিয়মিত বিরোধ চলে আসছিল। কিন্তু ঘটনাটি ঘটার পর তা সমস্যা সমাধান করা হয়েছে। এদিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ” এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”