
ভোলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার আয়োজনে ‘আগামীর পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা স্কাউট ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা সম্পাদক মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুজন ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বের উল্যাহ চৌধুরী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল থেকে আগত দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক পরিচালক মিতা হক।
এ ছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক আজকের ভোলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, সুজনের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
কর্মশালায় ভোলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
