

মোঃনোয়াব, স্টাফ রিপোর্টোর,
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মানসিক প্রতিবন্ধী মো. কামাল (৫৬) নামের এক ব্যক্তির জমি বিক্রির পায়তারা চালানোর অভিযোগ উঠেছে তার নিকট আত্মীয় (সম্পর্কে মামা) মো. শফিক (৫৫) বিরুদ্ধে। মানসিক প্রতিবন্ধী কামালের বোন বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমরা চার বোন, এক ভাই। আমাদের বাবা মারা যাওয়ার পর এই বড় ভাই আমাদের লালন পালন করে। আমার ভাইয়ের হঠাৎ মানসিক রোগের সমস্যা দেখা দিলে আমরা বোনেরা অনেক ধারদেনা করে ঢাকা নিয়ে তার চিকিৎসা করে মোটামুটি সুস্থ করে ভোলায় দিয়ে আসি। আমাদের খাওয়া-পড়ায় কষ্ট হাওয়ার কারনে আমরা ঢাকা চলে যাই। আমার ভাই আবার অসুস্থ হয়ে পড়ে। আমার ভাই মানসিক সমস্যার রোগী এলাকায় বিভিন্ন সময় লোকজনকে মারধর করে।এলাকার মানুষ পাগল দেখে কেউ কিছু বলে না। কিছুদিন পরে শুনি আমার মামা শফিক মিয়া আমার ভাইকে তিনদিন নিখোঁজ রেখে মারধর করে তার সম্পূর্ণ সম্পত্তি নেওয়ার পায়তারা করছে। মানুষের কাছে শুনি মামা ভাইয়ের কাছ থেকে জমি নিয়ে নিয়েছে। শফিক মিয়া আমার ভাইকে তিনদিন নিখোঁজ রেখে মারধর করে তার সম্পূর্ণ সম্পত্তি নেওয়ার পায়তারা করছে। মানুষের কাছে শুনি মামা ভাইয়ের কাছ থেকে জমি নিয়ে নিয়েছে। কিছুদিন পরপর শফিক মামা অনেক লোকজন নিয়ে আমাদের জমি দখল করতে আসে। এলাকাবাসী প্রতিবাদ করায় তারা চলে যায়। আমরা স্থানীয় প্রশাসনের কাছের এর সুস্থ সমাধান চাই। এ ব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। অভিযুক্ত মো. শফিকের মুঠোফোনে যোগাযোগ করলে তাকে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব্য হয়নি।