
আবুল কালাম আজাদ,
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলার সদর উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে মো. মেহেদী হাসানকে সভাপতি ও মো. ইব্রাহিম শরীফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) শহরের কালীনাথ রায়ের বাজারস্থান ফুড ল্যান্ড রেস্টুরেন্টে উপজেলার পোলট্রি ব্যবসায়ীদের মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মো. মাহাবুবুর রহমান, সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. মাকছুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাদের, নির্বাহী সদস্য, মো. ইসমাইল গোলদার, মো. কামাল, সুধীরঞ্জন মজুমদার ও আব্দুল কাদের বিপ্লব।
